ঢাকা, ২৮ ডিসেম্বর শনিবার, ২০২৪ || ১৩ পৌষ ১৪৩১
good-food
৩৭৯

পবিত্র ঈদুল ফিতর শুক্রবার

লাইফ টিভি 24

প্রকাশিত: ০৭:১৬ ১৪ মে ২০২১  

শুক্রবার মুসলমানদের  প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর । এক মাস সিয়াম সাধনার পর খুশি, আনন্দ আর উচ্ছ্বাসের দিন। সারা বিশ্বের মুসলমানদের কাছে পবিত্র ঈদুল ফিতর 
বয়ে আনে অনাবিল আনন্দ। 


তবে করোনার মহামারির কারণে  বিধিনিষেধ ও শঙ্কার মধ্যে ঈদ উদযাপন করছেদেশবাসী।  ঈদগাহে গিয়ে  জামাতে  নামাজ পড়া যাবে না। মসজিদে পড়তে হবে ঈদের নামাজ। নামাজ শেষে কোলাকুলি ও করমর্দন করা যাবে না।

 এত কিছুরও মধ্যেও মুসলমানদের জীবনে ঈদুল ফিতর আনন্দের বার্তা নিয়ে এসেছে মুসলমানদের ঘরে ঘরে।  ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’-গানটি  ঈদুল ফিতরের আগের রাতে বেজেছে। আনন্দে আতশবাজিও ফুটিয়েছেন অনেকে ।


ঈদুল ফিতর উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বাণী দিয়েছেন। বাণীতে তারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

ঈদকে সামনে রেখে রাজধানীসহ দেশের অন্যান্য শপিংমল, মার্কেট, ফুটপাতে গভীর রাত পর্যন্ত চলেছে কেনাকাটা। এত কিছুর মাঝেও মুসলিম বিশ্বের ন্যায় ফিলিস্তিনিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দেশের মানুষ। কারণ ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলা হয়েছে। এতে এখন পর্যন্ত ৮৪ জন ফিলিস্তিনি মারা গেছেন।

 জাতীয় দৈনিক পত্রিকাগুলো ঈদ সংখ্যা ছাড়াও বিশেষ ক্রোড়পত্র বের করেছে। সরকারি ও বেসরকারি টেলিভিশনে প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠান।

ঈদ প্রস্তুতি বিভাগের পাঠকপ্রিয় খবর